নিকলী হাওর ভ্রমণ
কিশোরগঞ্জ জেলার নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা জুড়ে বিস্তৃত নিকলী হাওর। বর্ষাকালে হাওরের বিশাল জলরাশির বুক চিড়ে জেগে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র লোকালয়গুলোর মনকাড়া সৌন্দর্যে নিশ্চিত চোখ জুড়িয়ে যাবে,মন ভরবে। বিশেষ করে ছাতির চরের জলাবন, মিঠামইন-অষ্টগ্রাম-ইটনা সড়কের নান্দনিকতা ও হাওরের স্বচ্ছ শীতল জলে অবগাহনের স্মৃতি অমলিন থেকে যাবে বহুদিন। প্রতি বছর ভরা বর্ষায় নিকলী হাওরের নান্দনিকতা উপভোগ করাতে পাশে আছে রিজ ট্যুরিজম।
জনপ্রতি খরচঃ ২,০০০ টাকা।
বুকিং এর জন্য যোগাযোগ করুন - 01842301692
Email: ridgetourism19@gmail.com, Please inbox us any time.
ভ্রমণ কালঃ সকাল ০৬০০ টায় ঢাকা থেকে যাত্রা ও রাত ০৯০০ টায় ঢাকা ফেরা।
ভ্রমণের বিশদ বিবরণ -সকাল ০৬০০ - ঢাকা সেনানিবাসের ইসিবি চত্বর থেকে এসি বাসে যাত্রা করা হবে। ঢাকা থেকে নিকলীর দূরত্ব ১২৬ কিলোমিটার, সময় লাগবে প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা। সকাল ১১০০ -নিকলী পৌঁছাবো ইনশাআল্লাহ। গাড়ি থেকে নেমে রিফ্রেশ হয়ে নাস্তা করে নেবো।দুপুর ১২০০ -ভাড়া করা নৌকায় মিঠামইনের উদ্দেশ্যে যাত্রা করা হবে। পথে ছাতিরচর গ্রামে যাত্রা বিরতি করা হবে। ছাতিরচরকে বলা হয় মিনি জলাবন। চাইলে সেখানের অগভীর পানিতে গা ভিজিয়ে নেওয়া যাবে।দুপুর ০১৩০ -মিঠামইন পৌঁছাবো। সেখানে মহামান্য রাষ্ট্রপতির বাড়ি পরিদর্শন করে বিকালে মিঠামইন-অষ্ঠগ্রাম-ইটনা সড়কের নান্দনিক সৌন্দর্যে অভিভূত হবো।(ব্যাক্তিগত খরচে) সন্ধ্যা ০৬০০ -মিঠামইন থেকে নিকলীর উদ্দেশ্যে যাত্রা করবো। আনুমানিক সাড়ে সাতটায় নিকলী পৌঁছাবো। সন্ধ্যা ০৭৩০ -ঢাকার উদ্দেশ্যে ফিরতি যাত্রা করা হবে।রাত ১০৩০ -ঢাকা পৌঁছাবো ইনশাআল্লাহ। (ভ্রমণের সমাপ্তি)
সকালের নাস্তাঃ পরোটা, ডিম/সবজি।
দুপুরের খাবারঃ সাদা ভাত, টাকি মাছের ভর্তা, হাওরের মাছ।
বিকালের টি ব্রেকঃ সমুচা/সিঙ্গারা, চা/কফি।
সারা দিনে জনপ্রতি একবার ১ লিটার মিনারেল ওয়াটার দেওয়া হবে।
ট্যুর নিশ্চিত করতে লাগবে যা- জনপ্রতি ১,০০০ টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।বুকিং মানি অফেরতযোগ্য। যাত্রার শুরুতে বাকি টাকা পরিশোধ করতে হবে।
বুকিং মানি নিম্নোক্ত তিন ভাবে জমা দেয়া যাবে।
Address: Ridge Tourism Pvt. Ltd, 598/8,Manikdi Road, ECB Chottor, Dhaka Cantonment, Dhaka -1206.
বিকাশ একাউন্টের মাধ্যমে 01842301692(পারসোনাল) 01707301692(মার্চেন্ট) [খরচ সহ প্রদেয়]
অথবা
ব্যাংকেও টাকা জমা দেয়া যাবে- Account Name : Ridge Tourism pvt. Ltd . Ac No : 0002-0210421559 Trust Bank, Principal Branch, Dhaka Cantonment, Dhaka -1206.
Cell : 01842301692, 01842301697
E-mail : ridgetourism19@gmail.com
web : www.ridgetourism.com
Follow: Facebook